যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫.৬৬ শতাংশ হ্রাস পেয়েছে। এতে দেশের সামগ্রিক রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে তৈরি পোশাকের রপ্তানি হয়েছে ২৮৪ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৭ কোটি ডলার বা ৫ দশমিক ৬৬ শতাংশ কম। গত অর্থবছরে একই সময় অর্থাৎ সেপ্টেম্বরে পোশাক পণ্য রপ্তানি হয়েছিল ৩০১ কোটি ডলার।
এছাড়া সেপ্টেম্বরে সার্বিক রপ্তানি আয়ও কমেছে। গত মাসে বিশ্বের বিভিন্ন দেশে ৩৬২ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা। এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৩ শতাংশ কম। ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় হয়েছিল ৩৮০ কোটি ডলার।
0 Comments